ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শুধু ইংরেজি নয়, অন্য ভাষার ক্ষেত্রেও দক্ষতা চাই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
‘শুধু ইংরেজি নয়, অন্য ভাষার ক্ষেত্রেও দক্ষতা চাই’ বক্তব্য দেন রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টেজ।

চট্টগ্রাম: শুধু ইংরেজিতে দক্ষ হলে হবে না, অন্য ভাষাও জানা দরকার বলে মনে করেন জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টেজ।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রামের জামালখানে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ‘ডী স্প্রাখে’ পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

পিটার ফাহরেনহোল্টেজ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ছে। বাড়ছে বৈদেশিক বাণিজ্যের পরিমানও।

‘ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর জন্য শুধু ইংরেজি নয়, বিশ্বের বিভিন্ন ভাষা জানা দক্ষ লোকের অভাব অত্যন্ত প্রকট বাংলাদেশে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের নাগরিকদের বিদেশি ভাষায় দক্ষ হতে হবে। ’

প্রমার অবন্তীর পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়। অন্যদের মধ্যে চট্টগ্রামে জার্মানির অনারারি কনসুল শাকির ইস্পাহানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।