![]() র্যাংকস এফসির পার্ক উইন্ডসর প্রকল্পের নির্মাণ শুরু |
চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় বিলাসবহুল পার্ক উইন্ডসর প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে রেনকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রপার্টিজ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে পাঁচলাইশ আবাসিক এলাকার প্রকল্প চত্বরে পাইলিং কাজ শুরুর মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, র্যাংকস এফসি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমন, প্রকল্পের ভূমি মালিক ওমর ফারুক, মো. ওমর ফেরদৌস, এস এম আজিজুল হক, এস এম ফয়েজ উল্লাহ, হোসেন আহাম্মদ, হাবিবুল্লাহ কায়সার, মোহাম্মদ ইউসুপ, এস এম মহিবুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম, সহ সভাপতি কাজী মুনির আহাম্মেদ, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ফুলকলি ফুড প্রোডাক্টস এর পরিচালক ও জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সাইদুল আনোয়ার ফরহাদ, জাবেদ জহুর, জাবেদ হাশেম নান্নু প্রমুখ।
র্যাংকস এফসি প্রপার্টিজের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) মীর মোয়াজ্জেম হোসেন বলেন, ১০ তলা এই আবাসিক ভবনে মোট ২৬টি অ্যাপার্টমেন্ট থাকবে। নিরিবিলি পরিবেশ ও সবুজ প্রকৃতিকে প্রাধান্য দিয়ে আধুনিক বসবাসের সব সুযোগ সুবিধার সম্মিলন ঘটবে এই পার্ক উইন্ডসর নামের এ আবাসন প্রকল্পে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআর/টিসি