ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিঠাপুলির বর্ণিল আয়োজন ইউএসটিসিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
পিঠাপুলির বর্ণিল আয়োজন ইউএসটিসিতে ইউএসটিসির পিঠা উৎসব ঘুরে দেখেন অতিথিরা

চট্টগ্রাম: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলির পসরা সাজানো। পাটিসাপটা, ভাপা, চিতই, মালপোয়া, কলাপিঠা, লবঙ্গলতিকা, নকশি পিঠাসহ বাহারি সব বর্ণিল পিঠাপুলি খেয়ে মুগ্ধ অতিথিরা।

সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) প্রথম পিঠা উৎসবের আয়োজন করেছে বিবিএ ফ্যাকাল্টির শিক্ষার্থীরা। এ উৎসবকে ঘিরে তারুণ্যের রঙে রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নিশাত ইমরান, বিবিএ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর সেন ও অধ্যাপক আখতার জাহান।

বিশ্ববিদ্যালয়ের বিবিএসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও উৎসবে অংশ নেন কাবুল ইভেন্টসের চেয়ারম্যান মিশকাতুল আজম ও প্রধান নির্বাহী ফাহাদ হোসাইন।

উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, পিঠা উৎসব হচ্ছে একটি উপলক্ষ। মূলত এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে মেলবন্ধন তৈরি করেন, দূরত্ব কমিয়ে আনেন। এ ধরনের উৎসব নিয়মিত আয়োজনের তাগাদা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad