ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
বিমানবন্দরে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার উদ্ধারকৃত স্বর্ণের বার।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বাংলানিউজকে জানান, ফটিকছড়ির মো. আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

উদ্ধার করা স্বর্ণসহ কাস্টমস কর্মকর্তারা। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়।

এ সময় তিনি অবৈধ পণ্য নেই বলে জানান। এরপর তার ব্যাগেজ স্ক্যানিংয়ে দিলে চারটি চার্জার লাইট এবং তার মধ্যে ধাতব ইমেজ দেখা যায়। পরে লাইটগুলো ভেঙে ব্যাটারির খোপে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৪ কোটি টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।