ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেনারেটর বিস্ফোরণে ৬ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
জেনারেটর বিস্ফোরণে ৬ জন দগ্ধ

চট্টগ্রাম: নগরীর লালখানবাজার এলাকায়  জশনে জুলুসে আসা একটি পিকআপে থাকা জেনারেটর বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুর নবী (৬), মো. কাউছার (২০), রফিকুল ইসলাম (১৩), রিফাত (১০), ইয়ামিন (৯), হৃদয় (১৬)।

এরা সবাই নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

আহত দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক হামিদুর রহমান বাংলানিউজকে বলেন,   পিকআপে থাকা জেনারেটর বিস্ফোরণে দগ্ধদের হাসপাতালে আনা হয়। তাদেরকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গতঃ এ জশনে জুলুসে ট্রাক-মিনি ট্রাক যোগে লাখ লাখ মানুষ যোগ দেন। এসব গাড়িতে সাউন্ড সিস্টেমের জন্য জেনারেটর ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।