ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সচল হলো চট্টগ্রাম বন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
সচল হলো চট্টগ্রাম বন্দর ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বন্দর ফের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে।

রোববার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টা থেকে ইয়ার্ড ও টার্মিনালের হ্যান্ডলিং ইক্যুইপমেন্টগুলোর বাঁধন খুলে সচল করা হয়।

বেলা দেড়টার দিকে বন্দরের এনসিটির ৩ ও ৪ নম্বর জেটিতে দুইটি জাহাজ ভিড়ে।

বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেকের সিওও ক্যাপ্টেন তানভির হোসেন বাংলানিউজকে জানান, বেলা দুইটা থেকে এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানামার কাজ শুরু হবে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আবহাওয়া অধিদফতর সংকেত নামিয়ে নেওয়ার পর বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।

ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।