ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মারা গেছে সেই হাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
মারা গেছে সেই হাতি ...

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতিতে কাদা মাটিতে আটকে পড়া বন্য হাতিটি মারা গেছে। রোববার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে হাতিটি মারা যায়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বাংলানিউজকে জানান, হাতিটি ‘গ্যাংগ্রিন’ (পচনশীল ঘা) রোগে আক্রান্ত ছিল। হাতিটিকে উদ্ধার করার পর গায়ের কাদা মাটি পরিষ্কার করে চিকিৎসাসেবাও দেওয়া হয়েছিল।

কিন্তু রোববার সকালে হাতিটি মারা যায়।

৮ নভেম্বর (শুক্রবার) চুনতির নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় হাতিটি কাদায় আটকে পড়ে।

পরে শনিবার সকালে সেটিকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ডলু বিট অফিসার মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, দলছুট হয়ে হাতিটি কাদায় আটকে পড়েছিল। পেছনের দুই পা অবশের মতো ছিল। পায়ে ঘা ছিল। অনেক সময় দলের অন্য হাতিদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে না পারলে দলছুট হয়ে মারা পড়ে হাতি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।