ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতিটি বাঁচবে?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
হাতিটি বাঁচবে? শত শত গ্রামবাসী জড়ো হয়েছিলেন হাতিটি দেখতে।

চট্টগ্রাম: বৃদ্ধ হাতিটি আটকা পড়েছে কাদায়। কখনো লেজ নাড়ে, কখনো পা। শত শত গ্রামবাসী জড়ো হয়েছিলেন হাতিটি দেখতে। তাদের চোখেমুখে শঙ্কা-হাতিটি বাঁচবে?

শুক্রবার (৮ নভেম্বর) সকালে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চায় হাতিটি দেখতে পান স্থানীয় লোকজন। এরপর বন বিভাগ, প্রশাসনের কাছে পৌঁছায় হাতি আটকে পড়ার খবর।

কিন্তু দিন গেলেও হাতিটি উদ্ধার করা হয়নি।

ডলু বিট অফিসার মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, দলছুট হয়ে একটি বৃদ্ধ হাতি কাদায় আটকে পড়েছে।

তার পেছনের দুই পা অবশের মতো। পাগুলো সোজা করতে পারছে না। দেখতে অসুস্থ মনে হয়েছে। অনেক সময় দলের অন্য হাতিদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে না পারলে দলছুট হয়ে মারা পড়ে হাতি।

তিনি জানান, শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে হাতিটি উদ্ধারে অভিযান চালানো হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বাংলানিউজকে বলেন, একটি বন্যহাতি আটকে পড়ার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয়েছে। আশাকরি, তারা হাতিটি উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করবে।    

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।