bangla news

পরিমাণের বেশি খাবেন না: ভূমিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৮ ৮:২০:৫৮ পিএম
বক্তব্য দেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: পিআইডি

বক্তব্য দেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: পিআইডি

চট্টগ্রাম: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে পরিমাণ মতো খেতে হবে। পরিমাণের বেশি খাওয়া যাবে না।

শুক্রবার (৮ নভেম্বর) নগরের আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি উচ্চ বিদ্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং এফএও এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, শিশুদের ঘরে তৈরি খাবার দিতে হবে। বাইরের খাবার থেকে তাদের বিরত রাখতে হবে। কারণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে স্বাস্থ্যহানী ঘটে। এসব খাবার সুস্বাধু হলেও স্বাস্থ্যসম্মত নয়।

ভূমিমন্ত্রী বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদি জমি কমছে। তবুও উৎপাদন বাড়ানোর কারণে আমরা খাদ্য রফতানি করছি। খাদ্য ঘাটতির দেশ, খাদ্য রফতানি করবে- একথা কেউ চিন্তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-11-08 20:20:58