ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে সিগারেটের চালান আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বিমানবন্দরে সিগারেটের চালান আটক সিগারেট সহ আটক মো. আবু আল হাসান।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩৬ কার্টন ডানহিল সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা জি৯ ৫২৮ ফ্লাইটের মো. আবু আল হাসান নামের ওই যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করে এনএসআই এর কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি রাউজান উপজেলায়।

এনএসআই এর উপ পরিচালক মো. সৈকত বাংলানিউজকে বলেন, গোপন সংবাদ থাকায় ওই যাত্রীকে আমরা চ্যালেঞ্জ করি। এরপর তার ব্যাগেজ তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।