ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিকলবাহকের হাতে হাতকড়া দুদকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
শিকলবাহকের হাতে হাতকড়া দুদকের নজরুল ইসলামকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার কর্মচারী নজরুল ইসলামকে ৯১ লাখ টাকার চেক ও সাড়ে ৭ লাখ নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তসলিম উদ্দিন নামে জেলা প্রশাসনের আরেক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে চিটাগাং শপিং কমপ্লেক্সের আনুকা নামে একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের শিকলবাহক (চেইনম্যান) হিসেবে কর্মরত ছিলেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে  আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকেসহ তিনজনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে তাকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়।
 

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের এলএ শাখার কর্মচারী নজরুল ইসলামকে ৯১ লাখ টাকার চেক ও সাড়ে ৭ লাখ নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তসলিম উদ্দিন নামে জেলা প্রশাসনের আরও এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা পান সেই টাকা ছাড় করাতে কমিশন দিতে হয় একটি চক্রকে। আর এ কমিশনের ভাগ অনেকেই পান। কমিশন তোলার কাজটি করতেন নজরুলসহ জড়িত কয়েকজন। অগ্রিম কমিশনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে চেক ও টাকাগুলো নেওয়া হয়েছে। তছলিম উদ্দিনও তাদের সঙ্গে কাজ করতেন।

জানা যায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠায় নজরুল ইসলামকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।