ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, নভেম্বর ৪, ২০১৯
চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ১ দুইটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য মো. সালাউদ্দিন প্রকাশ রুবেল

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য মো. সালাউদ্দিন প্রকাশ রুবেলকে (২৩) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রোববার (০৩ নভেম্বর) বিকেলে মো. সালাউদ্দিন প্রকাশ রুবেলকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মো. সালাউদ্দিন প্রকাশ রুবেল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বারআউলিয়া এলাকার জানে আলমের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য মো. সালাউদ্দিন প্রকাশ রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুইটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

আসিফ মহিউদ্দীন বলেন, বিভিন্ন এলাকা থেকে চুরি করা এসব সিএনজি অটোরিকশা সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কাছে বিক্রি করে তারা। এসব সিএনজি অটোরিকশা দিয়ে অপরাধমূলক কাজ করে থাকে সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।