ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১০, নভেম্বর ৪, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে শরীফা আকতার (৩০)নামের এক গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা গেছেন।

রোববার (৩ নভেম্বর) ভোররাতে তিনি মারা যান। চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের (মেডিসিন ইউনিট-১, ১৩ নম্বর ওয়ার্ড) সহকারী রেজিস্টার ইমন দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় মোহাম্মদ ইউসুফ মিয়ার স্ত্রী শরীফা আকতার ডেঙ্গু রোগ নিয়ে গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে চমেকে ভর্তি হন। পরদিনই তাকে আইসিইউতে রেফার করা হয়।

তার এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিনড্রম দেখা দেয়, ডেঙ্গুর কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। শরীফার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে।  

এ নিয়ে চমেক হাসপাতালে এবারের ডেঙ্গু মৌসুমে ৪ জনের মৃত্যু হলো। এর বাইরে বেসরকারি হাসপাতালে মারা গেছেন আরও একজন।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।