ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসির প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেএসসির প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন শনিবার (২ নভেম্বর) অনুপস্থিত থেকেছে ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। তবে এদিন কোনো পরীক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।

শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বাংলানিউজকে বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৩১টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৫ হাজার ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

তবে অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন।

অনুপস্থিত ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে ২ হাজার ১৭৮, কক্সবাজারে ৬২৭, রাঙামাটিতে ২১৫, খাগড়াছড়িতে ২৯৯ এবং বান্দরবানে ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতেও প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৭১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক বাংলানিউজকে জানান, এবার চট্টগ্রামের ৩১টি কেন্দ্রে ২০ হাজার ৩৮ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৩২১ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ভোকেশনালে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।