বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার মো. মনির প্রকাশ মেশিন মনির কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ এলাকার মো. কালা মিয়ার ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে সাত মামলার আসামি মো. মনির প্রকাশ মেশিন মনিরকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে।
মো. মনির প্রকাশ মেশিন মনিরের বিরুদ্ধে কোতোয়ালী ও খুলশী থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসকে/টিসি