ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
দুই হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

চট্টগ্রাম: নগরের জামালখান এলাকার মোমিন রোডে অবস্থিত ব্লু ওশান রেস্টুরেন্ট এবং মোগল বিরানী অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে হোটেল দুইটিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

আরও খবর>>
** 
গ্র্যান্ড সিকদার, চেরাগী রেস্তোরাঁকে জরিমানা

অভিযানে বাসি খাবার বিক্রির দায়ে ব্লু ওশান রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে মোগল বিরানী অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে হোটেল দুইটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নগরের অন্য হোটেলগুলোতেও পরিচালনা করা হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।