ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য চলবে ‘সোনার বাংলা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য চলবে ‘সোনার বাংলা’

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিনও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-ঢাকা সোনার বাংলা সার্ভিসটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায়ও যাত্রা শুরু করবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে বন্ধের দিনও সোনার বাংলা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে হিসেবে আজকে বিকেল ৫টায় যথাসময়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাবে।

সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বাণিজ্যিক বিভাগ চবি’র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং অতিরিক্ত যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ‘সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চালুর’ জন্য প্রস্তাব করে।

পরিবহন বিভাগ এ চাহিদাপত্রটি রেল ভবনে প্রেরণ করে।

কিন্তু রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রস্তাবটি সোমবার পর্যন্ত অনুমোদন করেননি। অবশেষে আজ মঙ্গলবার সোনার বাংলা সার্ভিস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।