ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ব্রেস্ট ক্যান্সারের আলামত নির্ণয় সহজ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
‘ব্রেস্ট ক্যান্সারের আলামত নির্ণয় সহজ’ ---

চট্টগ্রাম: প্রত্যেক নারী নিজেই পরীক্ষার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের আলামত নির্ণয় করতে পারেন। এতে করে জটিল ক্যান্সার রোগকে জয় করার সুন্দর সম্ভাবনা হাতের কাছেই রয়েছে প্রত্যেক নারীর। প্রয়োজন শুধু জনসচেতনতা।

বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সভায় চিকিৎসকরা এসব কথা বলেন। সভায় দুই বিশেষজ্ঞ চিকিৎসকসহ চারজনকে সম্মাননা প্রদান করা হয়।

স্বেচ্ছসেবী সংগঠন আগামী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরের বহদ্দারহাটে এ সভার আয়োজন করা হয়।

সভায় চিকিৎসক, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগী ও বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

রোগী, রোগীর স্বজন ও সুধীজনদের নানা প্রশ্নের উত্তর দেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আলী আসগর চৌধুরী ও ডা. শেফাতুজ্জাহান।

সিনিয়র সাংবাদিক আলমগীর সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সংগঠক যিকরুল হাবিব ওয়াহেদ, নাসরীন সুলতানা খানম, মোহাম্মদ ইসহাক প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।