ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসি খাবার বিক্রি, দুই হোটেলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
বাসি খাবার বিক্রি, দুই হোটেলকে জরিমানা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের জুবলী রোড় এলাকায় খাদ্যে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্যের ব্যবহার এবং  বাসি খাবার বিক্রির দায়ে দুই হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জুবলী রোড় এবং দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানে জুবলী রোড়ের বৈশাখী রেস্তোঁরা অ্যান্ড বিরিয়ানী হাউসকে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদ উত্তীর্ণ বাসি খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দামপাড়া এলাকার ইস্পা রেস্তোঁরা অ্যান্ড বিরিয়ানি হাউসকে খাদ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক দ্রব্যের ব্যবহার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন অনুযায়ী দুই হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।