![]() আটক প্রতারক মো. জাকির সোহাগ ও রুবেল হাওলাদারসহ আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা |
চট্টগ্রাম: সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা পদে নিয়োগ মাত্র দেড় লাখ টাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোভনীয় অপার পেয়ে সিলেটের হবিগঞ্জ থেকে ছুটে আসেন রেশমিনা বেগম (২৩)। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরীক্ষাও দেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) চূড়ান্তভাবে টাকাসহ নিয়োগপত্র নিতে আসেন রেশমিনা। সঙ্গে ছিলেন তার বাবাও। চাকরিদাতা নোয়াখালীর চরজব্বারের মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদারও (২৭) আসেন যথাসময়ে। রেশমিনার বাবা ৬০ হাজার টাকা দিতে রাজি হন। লেনদেনের আগমুহূর্তে হাজির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম।
দুই ভুয়া চাকরিদাতাকে আটক করে বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এরপর তাদের নেওয়া হয় পতেঙ্গা থানায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, বিমানবালার চাকরি দেওয়ার কথা বলে এক নারীর সঙ্গে প্রতারণার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এআর/টিসি