bangla news

১৩ টন কাঁচা ফুচকার চালান আটক বন্দরে, মেয়াদ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২২ ৩:৪২:০৯ পিএম
১৩ টন মেয়াদোত্তীর্ণ কাঁচা ফুচকার চালান আটক বন্দরে

১৩ টন মেয়াদোত্তীর্ণ কাঁচা ফুচকার চালান আটক বন্দরে

চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ ১৩ টন কাঁচা ফুচকার একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। মালয়েশিয়া থেকে চালানটি আসে চট্টগ্রাম বন্দরে।   

মঙ্গলবার (২২ অক্টোবর) কায়িক পরীক্ষা শেষে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এসব কাঁচা ফুচকা মেয়াদোত্তীর্ণ বলে প্রতিবেদন দেওয়ার পর চালানটি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. নুরউদ্দিন মিলন বাংলানিউজকে বলেন, ১৩ টন ফুচকার সবই মেয়াদোত্তীর্ণ। আমদানি নীতি আদেশ অনুযায়ী এ চালান খালাসযোগ্য নয়। এসব ফুচকা বাজারে গেলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এসব ফুচকা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।’

তিনি জানান, যশোরের কাঁঠালিয়ার মেসার্স হাসান ব্রাদার্সের নামে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট কুমিল্লা শিপিং। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম পরীক্ষা করে দেখেন। কায়িক পরীক্ষায় অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল মাহমুদ জুয়েল ও মো. নুরুজ্জামান সবুজ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বন্দর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-22 15:42:09