ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এমএ আজিজ স্টেডিয়ামে খেলা হবে না আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএ আজিজ স্টেডিয়ামে খেলা হবে না আজ ...

চট্টগ্রাম: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দুইটি ম্যাচ বডিলি শিফট করেছে কর্তৃপক্ষ। ফলে এমএ আজিজ স্টেডিয়ামে আজ কোনো খেলা হবে না।

আজকের পূর্বনির্ধারিত ম্যাচ দুইটি কাল মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। মঙ্গলবারের ম্যাচ হবে বুধবার।

এভাবে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

সূত্র জানায়, ঢাকা আবাহনী শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়োজকরা ভারতের শ্রী গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে কনফার্ম করে।

দলটি আজ সোমবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তারা মাঠে নামবে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। ওইদিন বিকেল চারটায় ভারতের চেন্নাই এফসির বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব।

টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্যসচিব মহসিন চৌধুরী বাংলানিউজকে জানান, অনিবার্য কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করায় কেরালা শ্রী গোকুলাম ফুটবল ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, আগের সূচিতে গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর। এখন তা শেষ হবে ২৬ অক্টোবর। ২৭ তারিখ রেস্ট ডে, কোনো খেলা নেই। ২৮ অক্টোবর একইদিনে দুইটি সেমিফাইনাল। ২৯ অক্টোবর রেস্ট ডে। ৩০ অক্টোবর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ অক্টোবর) শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৪-১ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপের টিসি স্পোর্টসকে। রোববার (২০ অক্টোবর) নাটকীয়তায় ভরা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সমজে কিওহানামের জোড়া গোলে কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাওসের ইয়ং এলিফেন্টস এফসি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।