ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
পরিবেশ সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক সেমিনার বক্তব্য দেন লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউসুফ।

চট্টগ্রাম: ‘আইএমও ২০২০’ এর চ্যালেঞ্জ, জ্বালানি তেলের সালফার নিঃসরণের স্ক্রাবার সিস্টেমের কার্যকারিতা, লুব্রিকেন্টে ন্যানো টেকনোলজির উপকারিতা নিয়ে চট্টগ্রামে হয়ে গেলো আন্তর্জাতিক সেমিনার।

রোববার (২০ অক্টোবর) নগরের হোটেল আগ্রাবাদে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের বিএনও লুব্রিকেন্টস’র উদ্যোগে সেমিনারের প্রথমার্ধে জ্বালানি তেলের সালফার নিঃসরণের পরিমাণ ৩ দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার স্ক্রাবার সিস্টেমের কার্যকারিতা তুলে ধরেন এফএমএস সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সাউথ ইস্ট এশিয়ার আঞ্চলিক পরিচালক শেল শ্নুডাস এবং হেড অব সেলস সাপোর্ট মি. পেট্রিক আং।

দ্বিতীয়ার্ধে লুব্রিকেন্টে নতুন প্রযুক্তি হিসেবে ন্যানোটেকনোলজির উপকারিতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের এবি ন্যানো টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মিস তানিয়া ইলিচ এবং ইকরা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ।

বিএনও লুব্রিকেন্টসের মেরিন সেক্টরের পণ্যসমূহে ন্যানোটেকনোলোজির সংযোজন ও এর উপকারিতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ড. খন্দকার জাকির হোসাইন।

স্বাগত বক্তব্য দেন লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউসুফ।

সেমিনারে চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, শিপিং লাইন, উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।