bangla news

গ্র্যান্ড সিকদার, চেরাগী রেস্তোরাঁকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২০ ৭:২১:১২ পিএম
জামালখানের দুই রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

জামালখানের দুই রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ কয়েকটি অপরাধে নগরের জামালখান এলাকার দুই হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) জামালখানের গ্র‍্যান্ড সিকদার রেস্টুরেন্ট এবং চেরাগী রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

অভিযানে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিফ খিচুড়ি-মিক্সড ফ্রুট বিক্রি, নোংরা পরিবেশে রান্না, ফ্রিজে বাসি খাবার রাখার দায়ে গ্র‍্যান্ড সিকদার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মূল্য তালিকা না রাখা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে চেরাগী রেস্তোরাঁকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, ক্রেতা ঠকিয়ে খাবার তৈরি ও বিক্রির দায়ে দুই হোটেলকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে অন্য হোটেলগুলোতেও এ ধরণের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-20 19:21:12