ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলা আউটার স্টেডিয়ামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলা আউটার স্টেডিয়ামে মেলার স্টল তৈরির কাজ চলছে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ)।

আগামী রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

সরেজমিন দেখা গেছে, বিআইটিইএফের স্টল, প্যাভেলিয়ন, ফটক তৈরির কাজ চলছে আউটার স্টেডিয়ামে।

দুই শতাধিক স্টল ও ৪টি মেগা প্যাভেলিয়ন থাকছে এবারের মেলায়।

সিএমসিসিআই’র সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী বাংলানিউজকে বলেন, ২০১৫ সালে হালিশহরের চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মাঠে বিআইটিইএফ শুরু করি আমরা।

এবার ষষ্ঠতম মেলাটি আউটার স্টেডিয়ামে আয়োজন করছি আমরা। আশা করি, অতীতের চেয়ে এবার আরও বেশি সাড়া পাবেন দেশি উৎপাদক, রপ্তানিকারকরা। নগরের প্রাণকেন্দ্রে চতুর্মুখী যোগাযোগের সুবিধা থাকায় দেশি-বিদেশি ক্রেতা-দর্শকরা মেলায় সহজে আসতে পারবেন।

সিএমসিসিআই সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আবাহনী মাঠ থেকে স্থান পরিবর্তন করে মেলাটি নিয়ে আসা হয়েছিল ফিরিঙ্গিবাজারের কর্ণফুলী নদীর পাড়ে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।