ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট/ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

শনিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।