bangla news

নিজ বাসায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৮ ৯:১৪:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ছুরিকাঘাতে হেলাল হোসেন (২০) নামে এক যুবক খুন হয়েছেন। ঝগড়ার একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) পশ্চিম মাদারবাড়ির যূগীচাঁদ লেনের একটি ৫ তলা ভবনে এ হত্যাকাণ্ড ঘটে।  

পুলিশ জানায়, কয়েকটি পরিবার মিলে ওই ভবনের ২য় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। শুক্রবার নিজেদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ভাড়াটিয়া হেলাল হোসেনকে (২০) ছুরিকাঘাত করেন অপর ভাড়াটিয়া মো. রুবেল (২৮)। পরে হাসপাতালে নেওয়ার পথে হেলাল মারা যান।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী বাংলানিউজকে জানান, ঝগড়ার এক পর্যায়ে হেলালকে ছুরিকাঘাত করেন রুবেল। অতিরিক্ত রক্তক্ষরণে হেলালের মৃত্যু হয়েছে।

ঘাতক মো. রুবেলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-18 21:14:22