ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জীবন রক্ষায় ‘সিপিআর’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
জীবন রক্ষায় ‘সিপিআর’ জীবন রক্ষায় ‘সিপিআর’ নিয়ে কর্মশালা

চট্টগ্রাম: জরুরি মুহুর্তে জীবন রক্ষায় কার্ডিও-পালমোনারি রিসাসসিটেশন- সিপিআর (জীবন রক্ষাকারী চিকিৎসা কৌশল) একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা। এ সেবার মাধ্যমে সাময়িকভাবে হৃৎপিন্ড ও ফুসফুসের কাজ কিছু সময় কৃত্রিমভাবে চালিয়ে মস্তিস্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ করা যায়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে নগরের পার্কভিউ হাসপাতাল কনফারেন্স হলে আয়োজিত ‘হ্যান্ডস অন সিপিআর’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কর্মশালায় বক্তারা বলেন, হার্ট অ্যাটাক, পানিতে ডুবে যাওয়া বা ইলেক্ট্রিক শকের মত বিভিন্ন কারণে শ্বাস বা হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলেও জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেয়া হয়।

এটি বিশ্বব্যাপী বহুল প্রচলিত ও স্বীকৃত। তবে আমাদের দেশের জনসাধারণ বিষয়টি নিয়ে খুব অবগত নয়।

মেডিক্যাল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড-ওয়াই স্যাব’ এর অ্যাকাডেমিক কর্মসূচি ‘হেলথ স্কুল’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রায় ৪০ জন তরুণ চিকিৎসক ও শেষ বর্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাদিম হায়দার।

সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. একেএম শামছুল আলম, পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, মোডাস ইন্টারন্যাশনাল এর রিজিওনাল অফিসার মো. সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআর/টিসি       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।