ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক চার্জার লাইটের মধ্যে লুকিয়ে রাখা স্বর্ণ।

চট্টগ্রাম: শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর)  সকাল ৮টা ১০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়।

লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।