ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, অক্টোবর ১৭, ২০১৯
আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ...

চট্টগ্রাম: আনোয়ারা থানাধীন চাতরী চৌমুহনী এলাকায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মফিজ উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ জয়নাব বেগম (২৫)।

হাসপাতালে নেওয়ার পথে মারা যান বুলবুল আকতার (২৫)।  আহতদের মধ্যে মফিজের ছেলে সাহাব উদ্দিন, নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে।
অ্যাম্বুলেন্স চালকের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এ ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বাঁশখালীর ছনুয়া ৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মফিজ উদ্দিন। তাকে অ্যাম্বুলেন্সে বাড়িতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও গুরুতর।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আপডেট ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।