ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ কামাল ক্লাব কাপের ট্রফি প্রদর্শনী বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
শেখ কামাল ক্লাব কাপের ট্রফি প্রদর্শনী বৃহস্পতিবার বক্তব্য দেন হুইপ সামশুল হক চৌধুরী

চট্টগ্রাম: নগরের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার (১৯ অক্টোবর) শুরু হচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে টুর্নামেন্টের ট্রফি প্রদর্শিত হবে।

বুধবার (১৬ অক্টোবর) টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্যসচিব এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

তিনি বলেন, সফল প্রচারণার মাধ্যমে টুর্নামেন্টটি সফল করা সম্ভব হবে, ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।

প্রতিটি দল চট্টগ্রামে এসে পৌঁছেছে। খেলার সব  প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম  নাছির উদ্দীন বলেন, গত দুই বারের চেয়ে এবার খেলা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। দেশি বিদেশি কয়েকটি দলই শিরোপার দাবিদার। টুর্নামেন্টে কিছু সীমাবদ্ধতা থাকলেও ফুটবলের স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে।

টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন  চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, মিডিয়া উপ কমিটির সদস্যসচিব মহসিন চৌধুরী প্রমুখ।

এবার দেশি বিদেশি মিলে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দুইটি গ্রুপে ৮টি দলের মধ্যকার ফাইনালসহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল  ক্লাব কাপ ২০১৯ এর।  ৩০ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।