bangla news

এক বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৬ ৭:৪৪:১১ পিএম
রাঙ্গুনিয়ায় চার ফার্মেসিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রাঙ্গুনিয়ায় চার ফার্মেসিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম: লাইসেন্স জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাঙ্গুনিয়ায় চার ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়ার রাণীরহাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান।

কামরুল হাসান বাংলানিউজকে জানান, অভিযানে একটি ফার্মেসিতে ২০১৮ সালে মেয়াদ চলে যাওয়া ওষুধ পাওয়া যায়। আরেকটি ফার্মেসিতে জাল লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, লাইসেন্স জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ২০ হাজার, অন্য একটিকে ১০ হাজার এবং বাকি দুই ফার্মেসিকে ৫ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্রায় তিন লাখ টাকা মূল্যের ওষুধ ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-16 19:44:11