bangla news

৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট আয় বিএসসির

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৫ ৬:১৫:৫৭ পিএম
বিএসসি’র বোর্ড সভায় বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিএসসি’র বোর্ড সভায় বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম: রাষ্ট্রায়ত্ত সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১৮-১৯ অর্থবছরে ৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট লাভ করেছে। ২০১৭-১৮ অর্থ বছরে যা ছিল ১২ কোটি ৫২ লাখ টাকা। বিএসসি’র বহরে নতুন ৬টি জাহাজ যুক্ত হওয়ায় সংস্থাটির নিট আয় বেড়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরের সল্টগোলার বিএসসি ভবনে প্রতিষ্ঠানের ৩০২তম বোর্ড সভায় এসব তথ্য জানানো হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি’র পরিচালনা পর্ষদ সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিএসসি’র ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুমোদন, বহিরাগত যুগ্ম নিরীক্ষক নিয়োগ, পরিচালনা মণ্ডলীর পক্ষের প্রতিবেদন অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের রেকর্ড ডেট ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ, নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদানের বিষয়ে আলোচনা হয়।

প্রাথমিকভাবে আগামী ৬ নভেম্বর রেকর্ড ডেট ও ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়।

সভায়  বিএসসি’র এমডি ও বোর্ড সদস্য কমোডর সুমন মাহমুদ সাব্বির, সদস্য বেগম রাশেদা আক্তার, এএইচএম আহসান, কাজী মো. শফিউল আলম, মোহাম্মদ ইউসুফ, আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম পুঁজিবাজার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-15 18:15:57