ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়লো বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আগুনে পুড়লো বসতঘর

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় একটি কলোনীতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ১৫ কক্ষের দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৫টা ২৫ মিনিটে স্থানীয় বাবর কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা, বায়েজিদ এবং কালুরঘাট ফায়ার স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।