ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজের বিষাক্ত গ্যাসে প্রাণ গেলো দুই শ্রমিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
জাহাজের বিষাক্ত গ্যাসে প্রাণ গেলো দুই শ্রমিকের

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে স্থানীয় ঘাটঘর এলাকায় ‘ওডব্লিউডব্লিউ’ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার দুই শ্রমিক হলেন- সাইফুল (২৬) এবং মাসুদ (২২)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা থেকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বাংলানিউজকে জানান, ওই শিপ ইয়ার্ডে পুরনো একটি জাহাজ কাটার আগে ভেতর থেকে মালামাল অপসারণ করা হচ্ছিল। অপসারণের এক পর্যায়ে তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে দুইজন মারা গেছেন। অন্যজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।