ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফাহাদের স্ট্যাটাস ইতিহাসের অংশ হয়ে থাকবে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ফাহাদের স্ট্যাটাস ইতিহাসের অংশ হয়ে থাকবে: আমীর খসরু ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ যে ফেসবুক স্ট্যাটাসের জন্য খুন হয়েছেন ওই স্ট্যাটার্স ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে ‘বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশবিরোধী চুক্তি ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

আমীর খসরু বলেন, গুম, খুন হত্যার বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে।

প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন করছে। প্রতিবাদের এই জোয়ারকে ভয়-ভীতির মাধ্যমে থামিয়ে দেয়া সম্ভব না।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশবিরোধী চুক্তির বিরোধীতা করেছে বলে খুন হয়েছে। কিন্তু তার আলোচিত সেই স্ট্যাটাস ইতিহাসের অংশ হয়ে থাকবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।