ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন মেয়র সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মেয়র

চট্টগ্রাম: চট্টগ্রাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০১৯'এ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ১৮টি স্বর্ণ পদক লাভ করে শীর্ষস্থান দখল করেছে। ইছামতী সুইমিং ক্লাব ৬টি স্বর্ণ পদক পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

৫টি করে স্বর্ণ পদক পেয়ে আমলা ও সাগরখালী সুইমিং ক্লাব তৃতীয়তে। দুইদিনের এই প্রতিযোগিতায় ২৪টি ক্লাব অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় গোপালগঞ্জ সুইমিং ক্লাব ৩টি, ভাটি বাংলা ও ড্যাফোডিল ২টি, মঞ্জুর স্মৃতি সুইমিং ক্লাব, বগুড়া সুইমিং ক্লাব সুইমিং সেন্টার ও গড়াই সুইমিং ক্লাব ১টি করে স্বর্ণ পদক লাভ করে। প্রতিযোগিতায় ক্লাবের সাঁতারুরা বিভিন্ন ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড় সংস্থা সুইমিং কমপ্লেক্সে শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় চট্টগ্রাম নৌ-অঞ্চল কমান্ডার রিয়াল এডমিরাল মো আবু আশরাফ, কমোডর মাহমুদুল মালেক পিএসসি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন সহসভাপতি তরফদার রুহুল আমিন, সিজেকেএস সাঁতার উপকমিটি চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মো শাহজাহান, আসলাম মোর্শেদ, মো মাহবুবসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সিজেকেএস কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সাঁতারুসহ দর্শকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।