ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফাহাদ হত্যা: চবি ছাত্রলীগের শোক ‌র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ফাহাদ হত্যা: চবি ছাত্রলীগের শোক ‌র‌্যালি চবি ছাত্রলীগের শোক র‌্যালি।

চট্টগ্রাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শোক র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী।

বক্তব্যে রেজাউল হক রুবেল ও ইকবাল হোসেন টিপু আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ক্যাম্পাসে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad