bangla news

সততার সঙ্গে কাজ করার আহ্বান চসিক মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১০ ৩:২৩:৪৩ পিএম
ওরিয়েন্টেশনে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ওরিয়েন্টেশনে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সেবা সংস্থাসহ সকলকে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চসিক সম্মেলন কক্ষে ‘লিভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুওর কমিউনিটিস প্রজেক্ট (এলআইইউপিসি) বাস্তবায়নে প্রকল্পের সিটি স্টিয়ারিং কমিটি ও সিটি প্রজেক্ট বোর্ডের ওরিয়েন্টেশনে সিটি মেয়র সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের প্রতি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরের প্রায় ১ লাখ ৫ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা হচ্ছে। প্রান্তিক জনগণের মাঝে ক্ষুদ্র ব্যবসা, মেধাবীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা করা হচ্ছে এই প্রকল্পের আওতায়।

জানা গেছে, স্থানীয় সরকারের অধীনে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯শ’ কোটি টাকা। বর্তমানে চট্টগ্রামসহ দেশের ৩৫টি সিটিতে এই প্রকল্পের কাজ চলমান।

ওরিয়েন্টেশনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, ওয়াসার ভারপ্রাপ্ত সচিব ড. পীযুষ দত্ত, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তর পরিচালক সৈয়দ কামরুল আনোয়ার, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নীতা চাকমা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী ছোটন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোলাম মোরশেদ, চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আবুল কাশেমসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-10 15:23:43