bangla news

ফাহাদ হত্যাকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৭ ১০:৫৪:২১ পিএম
মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

চট্টগ্রাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এ ঘটনার পর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরইমধ্যে জড়িত হিসেবে অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) নগরের দেওয়ানহাট জ্ঞানেশ্বরী কালী মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নওফেল এসব কথা বলেন।

নওফেল বলেন, এ ঘটনায় যারা জড়িত সরকার তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু একটি মহল এই হত্যাকাণ্ডকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিয়েছে।

তিনি বলেন, আমরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই। একইসঙ্গে আমরা এই হত্যাকাণ্ডকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতির নিন্দা জানাই। আমরা সাম্প্রদায়িক রাজনীতির অবসান চাই।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম ফাহাদ হত্যা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-07 22:54:21