ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লাইনে দাঁড়ানো নিয়ে চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
লাইনে দাঁড়ানো নিয়ে চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চবিতে ছাত্রলীগের ভাংচুর

চট্টগ্রাম: ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় ঘটনার সূত্রপাত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানোর সময় কথা কাটাকাটিতে জড়ান বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন বাংলার মুখ ও ভিএক্স গ্রুপের দুইজন কর্মী।

পরে বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শহীদ আব্দুর রব হলে সংঘর্ষে জড়ান তারা।

এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র শাহ আজহার ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মো. শিপন আহত হন।

এ সময় আব্দুর রব হলের নিচতলায় ৫টি কক্ষ ভাঙচুর করা হয়।

ভিএক্সের নেতা মিজানুর রহমান বিপুল বাংলানিউজকে বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। পরে আমরা সিনিয়ররা বসে বিষয়টি সমাধান করেছি।

বাংলার মুখের নেতা আমীর সোহেল বাংলানিউজকে বলেন, আব্দুর রব হলে সিনিয়ররা বসে সমাধান করার সময় জুনিয়র একজন পড়ে গিয়ে আহত হন।

আবদুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একেএম মাঈনুল হক মিয়াজী বাংলানিউজকে বলেন, সংঘর্ষের মধ্যে আবদুর রব হলের ৫টি কক্ষের জানালা ভাঙচুর হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে বিষয়টি সমাধান করি। পরে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।