ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে গণধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে গণধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম: হাটহাজারীতে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ঠেকিয়ে এক মা’কে পালাক্রমে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আসামিরা হলেন-ফতেপুরের মো. সোহেল (৩০), গোলাম হাজির বাড়ির মো. মহিউদ্দীন (২৮) ও আজিমপাড়ার ফয়েজ আহম্মদ (৩০)।   

রোববার (২৯ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহির আলী এ আদেশ দেন।

এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমএ নাসের বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ১৭ মে রাত সাড়ে ১২টায় হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের একটি সেমিপাকা ঘরে ঢুকে তিনজন শিশুসন্তানের গলায় ছুরি ধরে মা’কে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন হাটহাজারী থানায় মামলা করে স্বামী। পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ৬ জুন ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি সোহেল। একই বছরের ১৭ নভেম্বর পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ৪ অক্টোবর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বাদী, ভিকটিমসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

অ্যাডভোকেট এমএ নাসের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় সাজা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad