ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০০ চুরির পর পুলিশের হাতে ধরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
৫০০ চুরির পর পুলিশের হাতে ধরা! পুলিশের হাতে গ্রেফতার তিন চোর

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।  পুলিশের হাতে গ্রেফতার তিন চোর হলেন- মো. জয়নাল (২৬), মো. জসিম (৪৪) এবং মো. নাঈম উদ্দিন রিয়াজ (১৯)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় একটি দোকানে মোবাইল চুরি হয়। ওই দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ চোরদের গ্রেফতারে অভিযান চালায়।

তিনি বলেন, শুক্রবার বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মোবাইল চুরির সঙ্গে সম্পৃক্ত তিন চোরকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অন্তত ৫০০ চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।