ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬২ পথশিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাল সন্ধানী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
৬২ পথশিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাল সন্ধানী পথশিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাল সন্ধানী

চট্টগ্রাম: নগরের ফিরিঙ্গীবাজার এলাকায় ৬২ জন পথশিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট। পাশাপাশি ঋতুকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কিশোরীদের কাউন্সেলিং করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপলব্ধি নামে পথশিশুদের একটি সংগঠন এ কার্যক্রম আয়োজন করে।

পথশিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাল সন্ধানীসন্ধানীর প্রচার ও প্রকাশনা সম্পাদক রোমানুল ইসলাম বলেন, ৬২ জন পথশিশুর জেনারেল আই স্ক্রিনিং করার পাশাপাশি চোখের যত্নের বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়।

‘এ ছাড়া ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের ঋতুকালীন সময়ে নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহারে গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad