ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
চমেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোজিনা বেগম (২৮) নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রোজিনা বেগম নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার মো. স্বপনের স্ত্রী

স্ট্রোক করার পর বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিসিন বিভাগ ১৩ নম্বর ওয়ার্ডে সহকারী রেজিস্ট্রার ইমন দাশ বাংলানিউজকে বলেন, স্ট্রোকের কারণে রোজিনা বেগমের মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। পাশাপাশি তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল, তবে ডেঙ্গু প্রাথমিক পর্যায়ে ছিলো।

স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসইউ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।