ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘জীবন্ত ব্লাড’ ব্যাংকের এক বছর পূর্তি উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৭, সেপ্টেম্বর ২৪, ২০১৯
‘জীবন্ত ব্লাড’ ব্যাংকের এক বছর পূর্তি উৎসব ‘জীবন্ত ব্লাড’ ব্যাংকের এক বছর পূর্তি উৎসব

চট্টগ্রাম: রক্তের বন্ধনে নতুন প্রাণের আহ্বান- এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন্ত ব্লাড’ ব্যাংক এক বছর পূর্তি উৎসব পালন করেছে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

প্রধান বক্তা ছিলেন গরিবের হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবদুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং কমিটির সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আবদুর রশিদ লোকমান।

অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, গরিবের হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মো. আবদুল লতিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আবদুর রশিদ লোকমান, সৈয়দ মো. আচরা উল্লাহ্‌ (আদিল), সাহাব উদ্দিন বাদশ এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চট্টগ্রাম নগর সভাপতি মো. মনজুরুল করিম।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।