ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে ‘ইন্ডাস্ট্রিয়াল সেইফটি’ নিয়ে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
চুয়েটে ‘ইন্ডাস্ট্রিয়াল সেইফটি’ নিয়ে সেমিনার বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘ইন্ডাস্ট্রিয়াল সেইফটি অ্যান্ড হ্যাজার্ড ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিট ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. হাফিজুর রহমান।

কনভেনর ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া এবং কো-কনভেনর ছিলেন সহকারী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।