ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খাল দখল করে দোতলা ভবন, ৫ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
খাল দখল করে দোতলা ভবন, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: খাল দখল করে দোতলা ভবন নির্মাণের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরের মাঝিরঘাট এলাকায় মোগলটুলি খালের ওপর ভবন নির্মাণের অপরাধে সিডিএর বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ জরিমানা করেন।

খাল দখলে সাজা পাওয়ারা হলেন- শামিম উল ইসলাম ও সাইফুল ইসলাম।

তারা মাঝিরঘাটের স্ট্র্যান্ড রোডের নুরুল ইসলামের ছেলে।

একইসঙ্গে আদালত তাদের ১৫ দিনের মধ্যে ভবনটি অপসারণ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সিডিএর বিশেষ আদালত সূত্রে জানা গেছে, মোগলটুলি খালের ওপর স্ট্র্যান্ড রোডের একাংশে দুই ভাই মিলে দোতলা ভবন নির্মাণ করেন। খালের মধ্যে পিলার স্থাপন করে নিচে পানির প্রবাহ সংকুচিত করে দুই পাড় দখল করে ভবনটি নির্মাণ করা হয়। অভিযানের সময় এক ভাই বাড়িতে ছিলেন না। অন্যজনকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

আদালত দু্ইনের প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও সমপরিমাণ টাকা ক্ষতিপূরণসহ মোট ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।