ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিনুকে পুলিশে হস্তান্তর, অস্ত্র আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, সেপ্টেম্বর ২৩, ২০১৯
টিনুকে পুলিশে হস্তান্তর, অস্ত্র আইনে মামলা আটকের পর টিনু, নিচে গুলির ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে আলোচিত কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পাঁচলাইশ থানায় টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দাযের করা হয়।

আরও খবর>>
** 
যুবলীগ নেতা টিনু পিস্তলসহ র‍্যাবের হাতে আটক
** আটকের পর টিনুর বাসায় র‍্যাবের অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

এর আগে রোববার রাত ১১ টার দিকে টিনুকে নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে আটক করা হয়।

এরপর ওই এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বাংলানিউজকে বলেন, অবৈধ অস্ত্রসহ আটক নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।