ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতা টিনু পিস্তলসহ র‍্যাবের হাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
যুবলীগ নেতা টিনু পিস্তলসহ র‍্যাবের হাতে আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে পিস্তলসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর এক কর্মকর্তা।

তিনি বাংলানিউজকে জানান, নূর মোস্তফা টিনুকে পিস্তলসহ আটক করা হয়েছে।

তার কাছে আরও কিছু অবৈধ অস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যুবলীগের কোনো পদ-পদবী না থাকলেও সংগঠনটির নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে।  

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান- চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে নিজের আধিপত্য বিস্তার করতে গ্রুপিং, সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমআর/জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।